• ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জুন ১, ২০২১, ০৯:৫২ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১, ২০২১, ০৯:৫৩ পিএম

সেনাবাহিনীর সমালোচনা করে বরখাস্ত পাকিস্তানি সাংবাদিক

সেনাবাহিনীর সমালোচনা করে বরখাস্ত পাকিস্তানি সাংবাদিক

টেলিভিশন অনুষ্ঠানে সামরিক বাহিনীর বিরুদ্ধে অভিমত দেওয়ার জেরে সাময়িক বরখাস্ত হয়েছেন বিখ্যাত পাকিস্তানি সাংবাদিক ও উপস্থাপক হামিদ মীর। এ ঘটনায় নিন্দা জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।

বিবিসি জানায়, পাকিস্তানের প্রথম সারির টেলিভিশন চ্যানেল জিও নিউজের রাজনৈতিক টকশো ‘ক্যাপিটাল টক’ এর উপস্থাপক ছিলেন মীর।

সম্প্রতি এক বক্তব্যে সেনাবাহিনীর বিরুদ্ধে সংবাদ প্রচারে বাধা দেওয়া ও সাংবাদিকদের অত্যাচার করার অভিযোগ এনেছিলেন তিনি। এরপর চ্যানেল কর্তৃপক্ষ এই জ্যেষ্ঠ সাংবাদিককে উপস্থাপনার সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে সেনাবাহিনীর সমালোচনা করায় স্ত্রী ও কন্যাকেও হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মীর। সামরিক বাহিনীর চাপেই জিও নিউজ তাকে সাময়িক বরখাস্ত করেছে বলে দাবি করছে বিভিন্ন সংগঠন।

এ ঘটনায় পাকিস্তানে সাংবাদিকতা হুমকিতে রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন সংগঠন। যদিও দেশটির সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।

হামিদ মীরের এই সাজা সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

আরও পড়ুন