অগ্নিকাণ্ডের পর শ্রীলংকার উপকূলে তিন সপ্তাহ ধরে ভাসমান তেলবাহী জাহাজ এক্স-প্রেস পার্ল ডুবে গেছে বলে জানিয়েছে বিবিসি।
এ ঘটনায় পরিবেশ বিপর্যয় ও সাগরের জীববৈচিত্র হুমকির মুখে পড়েতে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশবীদরা।
কয়েকশ টন তেলসহ জাহাজের জ্বালানীর ট্যাঙ্কগুলি থেকে তেল বেরিয়ে এলে মুখে পড়তে পারে সামুদ্রিক প্রাণীরা।
শ্রীলঙ্কা ও ভারতের নৌবাহিনী গত কয়েক সপ্তাহ ধরেই আগুন নেভাতে এবং জাহাজটিকে উদ্ধার করতে এটি ভেঙে ফেলার চেষ্টা করছিল। তবে বিরূপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যহত হয়।
চলতি সপ্তাহে আগুন নেভানোর আগে সিঙ্গাপুরের নিবন্ধিত জাহাজটিতে প্রায় প্রায় দুই সপ্তাহ ধরে আগুন জ্বলছিল। বুধবার (২ জুন) জাহাজটি ডুবে যেতে শুরু করে।
১১ মে জাহাজের ট্যাংকার লিকেজ হয়ে নাইট্রিক অ্যাসিড ছড়িয়ে পড়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নেগোম্বোর প্রাচীন সৈকতটি গত কয়েকদিনেই তেল ও ধোঁয়ার কারণে ব্যাপক দূষণের মধ্যে রয়েছে।
এ অঞ্চলের পরিবেশ রক্ষায় জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে শ্রীলংকার মৎস্যসম্পদ অধিদপ্তর।