• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুন ২, ২০২১, ০৯:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২, ২০২১, ০৯:৩৫ পিএম

রাতের খাবারে সালাদ না দেওয়ায় স্ত্রীকে হত্যা

রাতের খাবারে সালাদ না দেওয়ায় স্ত্রীকে হত্যা

রান্নার মান নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়াটা সবখানেই বেশ নিয়মিত ব্যাপার। তবে খাবারের জন্য স্ত্রীকে হত্যার মতো ঘটনা সতিই বিরল।

ভারতের উত্তর প্রদেশে শমলি জেলায় ঘটেছে এমন কাণ্ড। রাতের খাবারের সময় সালাদ পরিবেশন না করায় স্ত্রীকে হত্যা করেছেন এক ব্যক্তি।

পুলিশ জানায়, সালাদের জন্য মুরলি সিং ক্ষিপ্ত হয়ে স্ত্রীর ওপর কোদাল নিয়ে আক্রমণ করেন। এসময় মাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন তাদের ২০ বছর বয়সী ছেলে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, স্ত্রীকে হত্যার পর অভিযুক্ত মুরলি সিং বাড়ির কাছে জঙ্গলে আত্মগোপন করেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশের একটি দল।

সোমবার রাতে খাবারের সময় তর্কের এক পর্যায়ে তিনি স্ত্রীকে হত্যা করেন বলে জানিয়েছে পুলিশ। মুরলি সিংয়ের বিরুদ্ধে খুন ও হত্যাচেষ্টার মামলা করা হয়েছে।

এই দম্পতির ছেলে হাসপাতালে সুস্থ আছেন বলে নিশ্চিত করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

আরও পড়ুন