• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুন ৮, ২০২১, ১০:৪৯ এএম
সর্বশেষ আপডেট : জুন ৮, ২০২১, ১১:০৪ এএম

পশ্চিমবঙ্গে বজ্রপাতে ২৮ জনের মৃত্যু

পশ্চিমবঙ্গে বজ্রপাতে ২৮ জনের মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গে বজ্রপাতে ২৮ জনের মৃত্যু হয়েছে।

আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, স্থানীয় সময় (৭ জুন) সোমবার বিকেলে সাত জেলায় এ দুর্ঘটনা ঘটে। জেলাগুলো হলো হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদীয়া ও উত্তর চব্বিশ পরগনা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। 

বিকেলে কৃষকরা জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। নিরাপদ স্থানে যেতে যেতে বজ্রপাতে ২৮ জন প্রাণ হারান।

বজ্রপাতে হুগলিতে সবচেয়ে বেশি মারা গেছেন। ওই জেলায় মারা গেছেন ১১ জন। মুর্শিদাবাদের ৯, বাঁকুড়া ২, পূর্ব মেদিনীপুর ২ ও পশ্চিম মেদিনীপুর ২ জন মারা গেছে। এ ছাড়া অন্য দুই জেলায় দুজন মারা যান।

নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে দুই লাখ রুপি করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী।