• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুন ৯, ২০২১, ০৫:৩০ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৯, ২০২১, ০৫:৩৯ পিএম

আফগানিস্তানে মাইন নিষ্ক্রিয়কারী কর্মীদের গুলি করে হত্যা

আফগানিস্তানে মাইন নিষ্ক্রিয়কারী কর্মীদের গুলি করে হত্যা

আফগানিস্তানের মাইন নিষ্ক্রিয়কারী ১০ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। উত্তরাঞ্চলের বাগলান প্রদেশে হালো ট্রাস্ট প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এসব কর্মীরা। এ হামলায় আরও ১৪ জন আহত হয়েছেন।

দেশটিতে সাম্প্রতিক সময়ে রাস্তার পাশে পুঁতে রাখা মাইন আর বোমার বিস্ফোরণের ঘটনা বেড়েছে। এদিকে হামলার এ ঘটনায় তালেবানকে দোষারোপ করেছে আফগান কর্মকর্তারা। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে এই গোষ্ঠীর নেতারা।

বাগলান প্রদেশের বেশ কয়েকটি জেলায় তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে লড়াই চলছে। বিবিসি জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টার পর মুখোশ পরিহিত বন্দুকধারীরা একটি গ্রামের ক্ষেত থেকে মাইন অপসারণরত শ্রমিকদের ওপর হামলা চালায়।

১ মে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করার পরপরই দেশটিতে সহিংসতা বেড়েছে। আফগান সরকারের তালেবানের শান্তি আলোচনার মধ্যেই মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়।

এর আগে শনিবার আফগানিস্তানের উত্তরাঞ্চলে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়। এদের মধ্যে তিন শিশুও রয়েছে। 

উত্তরাঞ্চলের গভর্নর বাদগিস হুসামদউদ্দিনও অভিযোগ করেন, এসব হামলার সঙ্গে তালেবানরা জড়িত রয়েছে। যদি এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

তালেবান এবং জাতিসংঘের কর্মকর্তাদের মধ্যে আলোচনার চলাকালীন এই হয়। বৈঠকে আফগানিস্তানে শান্তি ফেরাতে তালেবান প্রতিজ্ঞাবদ্ধ আছে বলে জানান নেতারা।