• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুন ৯, ২০২১, ১০:০৬ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১০, ২০২১, ১১:৫৪ এএম

জেরুজালেমে ইহুদি জাতীয়তাবাদী মিছিলের অনুমতি নেতানিয়াহুর

জেরুজালেমে ইহুদি জাতীয়তাবাদী মিছিলের অনুমতি নেতানিয়াহুর

ফিলিস্তিনের মুসলিম অধ্যুষিত জেরুজালেম এলাকায় জাতীয়তাবাদী পতাকা মিছিলের অনুমতি দিয়েছে ইসরায়েল সরকার। বিদায়ী প্রেসিডেন্ট নেতানিয়াহুর এমন পদক্ষেপ পবিত্র শহরটিকে আবারও ইহুদি-মুসলিম সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিবিসি জানায়, আগামী সপ্তাহে জেরুজালেমের প্রাচীন শহরের মধ্যে দিয়ে ইসরায়েলি জাতীয়তাবাদীদের পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার এই মিছিল হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে নিরাপত্তা ইস্যুর কারণে আয়োজন বাতিল করা হয়। এই মিছিলকে উসকানিমূলক বলে মনে করছে স্থানীয় ফিলিস্তিনিরা।

এদিকে ফিলিস্তিনি সশস্ত্র বাহিনী হামাস এই মিছিলের কারণে গাজায় নতুন করে সংঘাত শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে।

১০ মে পূর্ব জেরুজালেমে মুসলিম উচ্ছেদের ঘটনায় ফিলিস্তিনিদের সঙ্গে পুলিশ ও স্থানীয় ইহুদিদের ব্যাপক সংঘর্ষ হয়।

পবিত্র শহর থেকে ইসরায়েলিদের সরে যাবার হুঁশিয়ারি দিয়ে তেল আবিবে রকেট হামলা চালায় হামাস। জবাবে গাজা উপত্যকায় সপ্তাহজুড়ে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েল ও হামাসের ১১ দিনের রক্তক্ষয়ী যুদ্ধে অন্তত ২৫৬ জন ফিলিস্তিনি এবং ১৩ জন ইসরায়েলি নিহত হয়।

আরও পড়ুন