
একদিনে সারাবিশ্বে করোনাভাইরাস (কোভিড-১৯) মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৪ লাখ ৪ হাজার ৩৭৯ জন আর প্রাণ হারিয়েছে ৮ হাজার ৫৫২ জন। এ নিয়ে বিশ্বে মোট শনাক্তের সংখ্যা ১৮ কোটি ১১ লাখ ৬৩ হাজার ছাড়িয়েছে।
মৃতের সংখ্যা ৩৯ লাখ ২৪ হাজার ৫৫৪ জন।
ভারতে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। দৈনিক শনাক্ত কমেছে। কমেছে ভারতে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৯ হাজার ৫২ জন আর প্রাণ হারিয়েছে ১ হাজার ১৮৬ জন।
এই ভাইরাসে ভারতে মোট আক্রান্ত শনাক্ত হলো ৩ কোটি ১ লাখ ৮২ হাজার আর প্রাণ হারিয়েছে ৩ লাখ ৯৪ হাজারের বেশি।
ব্রাজিলে একদিনে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৭৯ হাজার ২৭৭ জন আর প্রাণ হারিয়েছে ১ হাজার ৯৯০ জন।
দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে মোট ১ কোটি ৮৩ লাখ ২২ হাজারের বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে ৫ লাখ ১১ হাজার ২৭২ জন।
জাগরণ/এসএসকে