
তুরস্কের দক্ষিণে কাস শহরের ২৫৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এজিয়ান সাগরে ৪৫ অভিবাসী নিয়ে একটি নৌকা ডুবে গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ওই নৌকার খোঁজ ও অভিবাসীদের উদ্ধারে অভিযান চলছে।
ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে গ্রিসে যাওয়ার পথে তুরস্কের ওই নৌকাটি ডুবে যায়।
শুক্রবার (২৩ জুলাই) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা।
তুরস্কের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে নৌকাটি ডুবে যায়।
এ ঘটনা জানার সঙ্গে সঙ্গে তুর্কি প্রশাসন নৌবাহিনীর জাহাজ ও বিমান পাঠিয়েছে।
জাগরণ/এসএসকে/এমএ