ভারতের পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ রাখার বিষয়টি বিবেচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
মঙ্গলবার (২৭ জুলাই) দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে এ অনুরোধ জানান তিনি। যদিও প্রতিবেশী বাংলাদেশের সাথে নামের মিল থাকায়, আগেই এমন প্রস্তাব নাকচ করেছে কেন্দ্রীয় সরকার।
দুই বছর পর দিল্লি সফরে গেছেন মমতা। তার চেয়েও বড় কথা, বিধানসভার ভোটে বিজেপিকে বিপর্যস্ত করার পর এই প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি আলোচনায় বসলেন মমতা। কলকাতা থেকে দিল্লি পৌঁছানোর আগে পেগাসাসকাণ্ডে তদন্ত কমিশন গঠনের পর মমতা বলেছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা ও দাবি-দাওয়া নিয়ে আলোচনা করা তার কর্তব্য।
বৈঠকে রাজ্যের জন্য পর্যাপ্ত করোনাভাইরাস (কোভিড-১৯) টিকা পেতে, মোদির সঙ্গে কথা বলেন মমতা বন্দোপাধ্যায়।
তার দাবি, জনসংখ্যা বেশি হওয়ার পরও অন্য রাজ্যের তুলনায় ভ্যাকসিন কম পেয়েছে পশ্চিমবঙ্গ।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পেগাসাস স্পাইওয়্যারের সাহায্যে ফোনে নজরদারির পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। সেই তদন্ত হওয়া দরকার সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে।
জাগরণ/এসএসকে/এমএ