গত একদিনে করোনা ভাইরাস (কোভিড-১৯)—এ সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। সর্বোচ্চ মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ায়।
গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ১ লাখ ২০ হাজার ৯৪৫ জন। দেশটিতে মারা গেছে ৫৫৯ জন। তবে ২৪ ঘণ্টায় সর্বাধিক ১ হাজার ৭৩৯ জনের মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ায়। এ নিয়ে এশিয়ার দেশটিতে মৃত্যু লাখ ছাড়িয়ে গেছে।
গত একদিনে বিশ্বে করোনা আক্রান্ত হয়েছে ৭ লাখ ৪ হাজার ৮১১ জন মানুষ এবং মৃত্যু হয়েছে ১০ হাজার ৩৯২ জন।
শুক্রবার (৬ আগস্ট) সকাল ৮টা পযন্ত সারাবিশ্বে করোনা শনাক্ত হয়েছে মোট ২০ কোটি ১৬ লাখ ৪৬ হাজার ৮৬৮ জন মানুষ এবং মৃত্যু হয়েছে ৪২ লাখ ৮০ হাজার ৩৬২ জন। সুস্থ হয়েছে উঠেছে ১৮ কোটি ১৪ লাখ ৪৮ হাজার ৭৯৭ জন। ওয়ার্ল্ডোমিটার।