
এশিয়া মহাদেশে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের নতুন হটস্পট ইন্দোনেশিয়ায় এক দিনে রেকর্ড দুই হাজার ৪৮ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ৩২ হাজারের বেশি।
এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ১ লাখ ১০ হাজার ৬১৯ জনের। মোট শনাক্ত ৩৭ লাখ ১৮ হাজার ৮২১ ছাড়িয়েছে।
২৭ কোটি জনসংখ্যার এই দ্বীপরাষ্ট্রটি লোকবলের দিক দিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম। বর্তমানে করোনায় বিপর্যস্ত ভারতের থেকেও দৈনিক হিসেবে সেখানে বেশি রোগী শনাক্ত হচ্ছে।
বিশ্বের সংক্রামক রোগ বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ইন্দোনেশিয়ায় মহামারির বর্তমান গতি ও আক্রান্তের হার নতুন কোভিড ধরনের উৎপত্তির ঝুঁকিতে রয়েছে দেশটি, যা ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে আরও বেশি মারাত্মক হতে পারে।
মে মাসের শুরুর দিকে ইন্দোনেশিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ হঠাৎ করেই মারাত্মক আকার ধারণ করে। তখন ঈদের ছুটিতে প্রায় ১৫ লাখ মানুষ বিধিনিষেধ উপেক্ষা করে যাতায়াত করেছে।
জাগরণ/এসএসকে