• ঢাকা
  • বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১, ০৪:৪১ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৯, ২০২১, ০৪:৪১ পিএম

 মদ পানে ২৬ জনের মৃত্যু

 মদ পানে ২৬ জনের মৃত্যু

রাশিয়ায় মদ পানের পর বিষক্রিয়ায় ২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কাজাখিস্তান সীমান্তবর্তী ওরেনবার্গ অঞ্চলে স্থানীয়ভাবে উৎপাদিত সুরা পানে এদের মৃত্যু হয়।

এর আগে গত বৃহস্পতিবার রুশ বার্তাসংস্থা রিয়ার খবরে বলা হয়, প্রাদেশিক এক মন্ত্রী জানিয়েছেন, বিষাক্ত মদ্যপানে ৯ জনের মৃত্যু হয়েছে। তবে শনিবার পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬। আরও ২৮ জন বিষক্রিয়ায় ভুগছেন।

রুশ তদন্ত দল জানিয়েছে মস্কো থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দূরের দক্ষিণ-পূর্বের এই অঞ্চলে বিক্রি হওয়া অ্যালকোহল পণ্য মান নিয়ন্ত্রণ করে তৈরি কি না তা জানার জন্য তদন্ত চলছে। শুক্রবার তদন্ত দল জানিয়েছিল, পান অনুপযোগী মদ তৈরি ও বিপণনের অভিযোগে ইতিমধ্যে ৬ জনকে আটক করা হয়েছে।

২০১৬ সালে সাইবেরিয়ায় মদ বিষক্রিয়ায় একাধিক মৃত্যুর পর রুশ সরকার দেশটিতে অ্যালকোহল উৎপাদন ও বিপণনে মান নিয়ন্ত্রণের ব্যাপারে কঠোর হয়ে উঠেছে।

জাগরণ/এমইউ