• ঢাকা
  • শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২১, ০৫:২৫ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৫, ২০২১, ০৫:২৫ পিএম

কনের চেয়ে বেশি মেকআপ বরের

কনের চেয়ে বেশি মেকআপ বরের

সুন্দর নববধূর পাশে সুন্দর বরও সবাই দেখতে চায়। সে কারণে আজকাল নববধূর পাশাপাশি বরও সাজের বেলায় বেশ এগিয়ে থাকছে। সত্যি বলতে কী, বর ও নববধূকে একসঙ্গে সুন্দর দেখলে অতিথিদের চোখও তৃপ্তি পায়। আর তাই এখন রীতিমতো নববধূর পোশাক বা নববধূর সাজের সঙ্গে মিল রেখে বরও সাজছেন। আর এই বরের সাজ দেখে নববধূর চোখ কপালে। 

এরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে বরের সাজ দেখে হতবাক সবাই। ভিডিওতে দেখা যায়, বর নববধূর চেয়েও বেশি উচ্ছ্বসিত নিজের সাজ নিয়ে। নববধূর আগেই তাই মেক-আপ করাতে বসে পড়েছেন তিনি। শেরওয়ানি ও মাথায় পাগড়ি দেখে বোঝা গিয়েছে কোনো অবাঙালি বিয়ে এটি।

https://www.instagram.com/reel/CUfEHr_prvk/?utm_source=ig_embed&ig_rid=b7e70589-27df-41f4-862d-d1cd34a91d67
 
ভিডিওতে দেখা গিয়েছে, নববধূর সাজের আগেই মেক-আপ আর্টিস্টের কাছে বসে রয়েছেন বর স্বয়ং। রীতিমতো নানা ধরনের প্রসাধন দিয়ে মুখে লাগিয়ে সাজানো হচ্ছে বরকে। মেক-আপ আর্টিস্ট গ্ল্যাম বাই কৃতি নামের একটি প্রোফাইল থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে এই ভিডিওটি, যা মুহূর্তে ভাইরাল হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর প্রায় দুই মিলিয়ন ভিউ হয়েছে ভিডিওটি। কারণ, নববধূর আগেই এভাবে মেক-আপ করতে কোনো বরকে সচরাচর দেখা যায় না। তবে এই বর তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। নববধূকে ভিডিওতে বলতে শোনা গিয়েছে, তাকে সাজতে দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে বরের জবাব, 'মেয়েরা মেক-আপ করলে, ছেলেরা কেন করবে না?'