
স্ত্রী প্রতারণা করেছে। তাই স্ত্রীকে শিক্ষা দিতে গিয়ে স্বামী যা করলেন তা এককথায় ভয়ঙ্কর। বউকে শিক্ষা দিতে শাশুড়ির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ালেন স্বামী। আর তারপর পুরো ঘটনার খোলসা করলেন সোশ্যাল মিডিয়ায়।
জানা যায়, রেডিট নামক সোশ্যাল মিডিয়ায় জনৈক ব্যবহারকারী নিজেরই গোপন কথা সবার সঙ্গে শেয়ার করে নেয়ার জন্য আহ্বান জানান। নিজেদের জীবনের এমন কিছু কথা, যার জন্য কি-না অনুতাপ হয়েছে পরবর্তী, সেইসব সিক্রেটসই এবার সবার মাঝে প্রকাশ করতে বলেন ঐ ব্যবহারকারী। এরপর অনেকেই অনেক অভিজ্ঞতা লেখেন। তবে একজন কার্যত হাটে হাঁড়ি ভেঙে দেন।
তিনি লেখেন, আমি ধরতে পারি যে আমার স্ত্রী আমাকে ঠকাচ্ছে। তারপরই আমার ভাবনায় আসে, স্ত্রীকে উচিত শিক্ষা দিতে হবে। আর তাই এইজন্য শাশুড়ির সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দেই। তারপর অল্প কিছুদিনের মধ্যেই আমরা একে অপরের কাছাকাছি চলে আসি। আমাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। বহুবার বিভিন্ন বিষয়ে অন্তরঙ্গ সম্পর্কও হয় আমাদের মধ্যে।
স্বাভাবিকভাবেই এই 'সিক্রেটস' পড়া বা জানার পর সবাই হতভম্ব হয়ে যায়। তবে শুধু এই ব্যক্তিই নন, আরো অনেকেই অনেক অদ্ভুতূড়ে কাণ্ডকারখানা ও অভিজ্ঞতার কথা লিখেছেন।
সূত্র: জি নিউজ
এমইউ