
বাবা ভেবেছিলেন বাড়িতে ঢুকেছে দুষ্কৃতিকারী। তাকে মোকাবিলা করতে গুলি চালিয়েছিলেন তিনি। কিন্তু সেই গুলিতে মৃত্যু হলো তার মেয়ের। এমনই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ওহাইয়োতে। বুধবার ভোরে নিজের হাতে মেয়েকে খুন করেছেন তিনি।
১৬ বছরের মেয়ের মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে অন্ধকার। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। তবে নিজে থেকেই দোষ স্বীকার করায় বাবাকে এখনো গ্রেফতার করা হয়নি।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় ১৬ বছরের মেয়েটি বাড়ির গ্যারেজে কাজ করছিল। বাবা ভেবেছিলেন, বাড়িতে কোনো দুষ্কৃতিকারী ঢুকেছে চুরি বা অন্য কোনো কুমতলবে। তাকে শায়েস্তা করার উদ্দেশে পেছন থেকে গুলি চালান তিনি। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন মেয়েটি। নিজের মেয়েই গুলিবিদ্ধ হয়েছে, তা বুঝতে পেরে ঐ ব্যক্তি নিজের স্ত্রীকে ডেকে সবটা খুলে বলেন। এরপর মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকরা মেয়েটিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু শেষরক্ষা হয়নি। ঘণ্টাখানেকের মধ্যেই অতিরিক্ত রক্তক্ষরণে প্রাণ হারায় ওহাইয়োর ১৬ বছরের কিশোরী। পুলিশে ফোন করে মেয়েটির মা বলেন যে তার স্বামী ‘ভুলবশত’ মেয়ের ওপর গুলি চালিয়েছেন।
তিনি আরো বলেন, মেয়ে গ্যারেজে কাজ করছিল। আমার স্বামী ভেবেছিলেন যে বাইরের কেউ বাড়িতে ঢুকেছে। তাই গুলি চালান। তারপর দেখেন, এ তো আমাদেরই মেয়ে।
ইউএম