• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২, ০৬:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২০, ২০২২, ১২:৪১ এএম

মুসলিম দেশগুলোর কাছে স্বীকৃতি চায় তালেবান

মুসলিম দেশগুলোর কাছে স্বীকৃতি চায় তালেবান

২০২১ সালের ১৪ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা তালেবানদের হাতে আসলেও আন্তর্জাতিক স্বীকৃতি ও বিদেশি অনুদানের অভাবে দেশটিতে এখন মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

এ অবস্থায় আনুষ্ঠানিকভাবে তালেবানকে স্বীকৃতি দিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন গোষ্ঠীটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লাহ হাসান আখুন্দ।

বুধবার (১৬ জানুয়ারি) কাবুলে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। 

সংবাদ সম্মেলনে তালেবানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বলেন, আমি মুসলিম দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি আমাদের স্বীকৃতি দেওয়ার জন্য।  আশা করি খুব দ্রুত আমরা উন্নয়ন ঘটাতে পারব। 

বিদেশি সহায়তা প্রসঙ্গে মোল্লাহ হাসান আখুন্দ বলেন, আমরা কারও সহায়তা চাই না। আমরা কর্মকর্তাদের কাছ থেকে স্বীকৃতি চাই। 

আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা ফেরানোর জন্য সব শর্ত তালেবান পূরণ করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, আমাদের জনগণের জন্য এই স্বীকৃতি প্রয়োজন। 

তালেবান ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তানজুড়ে তীব্র অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। মার্কিন সমর্থিত সরকারের আমলে বিদেশি সহায়তার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল আফগানিস্তানের অর্থনীতি। আগস্ট থেকে সেই সহায়তা আসা বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক ও মানবিক সংকট কেবলই বেড়েছে।