• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৫:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৫:৫৮ পিএম

বিক্ষোভে উত্তাল কানাডা, অটোয়ায় জরুরি অবস্থা

বিক্ষোভে উত্তাল কানাডা, অটোয়ায় জরুরি অবস্থা

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় টিকা বাধ্যতামূলক ও বেশ কিছু বিধিনিষেধ দিয়েছে কানাডার সরকার। এর মধ্যে টিকা না নেওয়া ট্রাকচালকরা বেশি বিপাকে পড়েছেন। সীমান্ত অতিক্রম করতে না পারায় তাদের উপার্জন একদম বন্ধ হয়ে আছে। এরপরেই আন্দোলনে নামে ট্রাকচালকরা। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা এই বিক্ষোভের মুখে কানাডার রাজধানী অটোয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ট্রাকচালকরা তাদের এই বিক্ষোভের নাম দিয়েছেন ‘ফ্রিডম কনভয়’। সরকারের বিধিনিষেধের প্রতিবাদে তারা দেশের নানান প্রান্ত থেকে হাজার হাজার ট্রাক নিয়ে অটোয়ায় আসেন। কানাডার পার্লামেন্ট ভবনের চারপাশের রাস্তা অবরোধ করে রাখেন। ফলে অটোয়ার কেন্দ্রস্থল অচল হয়ে যায়।

প্রতিবাদে তারা অনবরত হর্ন বাজাতে থাকেন। ফলে অটোয়া এক প্রচণ্ড কোলাহলের শহরে পরিণত হয়েছে।

এদিকে শুধু অটোয়ায় নয়, তাদের এই বিক্ষোভ কানাডার বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। বিধিনিষেধ প্রত্যাহার না করা পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

অটোয়ায় মেয়র জানান, শহরটি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। চলমান বিক্ষোভ এখানের বাসিন্দাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি ট্রাকচালকদের জন্য নতুন বিধিনিষেধ জারি করে জাস্টিন ট্রুডোর সরকার। তার মধ্যে একটি হলো- যেসব ট্রাকচালক করোনাভাইরাসের টিকা নেননি, তারা সীমান্ত পথে যুক্তরাষ্ট্রে আসা-যাওয়া করলে, ফেরার পর তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

সূত্র: ডয়সে ভেলে, বিবিসি
জাগরণ/ইউএম