সৌদি আরবে নামাজের সময় কিংবা আবাসিক এলাকায় উচ্চ শব্দে গান বাজালে জরিমানা গুনতে হবে।
উচ্চ শব্দে গান বাজানোর অপরাধে প্রথমে এক হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। একই অপরাধ দ্বিতীয়বার করলে দ্বিগুণ জরিমানা গুনতে হবে।
এর আগে পাবলিক ডেকোরাম রেগুলেশনে ১৯টি বিষয় অন্তর্ভূক্ত ছিল। তবে উচ্চ শব্দে গান বাজানোর কারণে জরিমানা চালু হওয়ার পর এখানে আরও একটি বিষয় যোগ হলো।
পাবলিক ডেকোরাম রেগুলেশনের অধীনে বেশিরভাগ কর্মকাণ্ডই সৌদি আরবে ইতোমধ্যেই নিষিদ্ধ। তবে এসবের জন্য কোনো নির্দিষ্ট শাস্তির বিধান ছিল না। বরং এ ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা একজন বিচারকের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু এবার এসব অপরাধের জন্য জরিমানার ব্যবস্থা করা হয়েছে।