
তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান ইউক্রেনে রুশ হামলায় ন্যাটোর জবাবের সমালোচনা করে বলেছেন, ন্যাটো জোটের আরও দৃঢ় সিদ্ধান্ত নেয়া উচিত ছিল।
তিনি বলেন, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন এই সঙ্কট মোকাবিলায় ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, রাশিয়ার পদক্ষেপকে নিন্দা জানানো যথেষ্ট নয়। তিনি আশা প্রকাশ করেছেন, পরবর্তীতে ন্যাটোর যে শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে-সেখানে একটা সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেয়া হবে।
উল্লেখ্য, তুরস্ক ন্যাটোর একটি সদস্য রাষ্ট্র।
এসকেএইচ//