• ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩১
প্রকাশিত: মার্চ ৩, ২০২২, ০২:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৩, ২০২২, ০৮:৪৬ পিএম

পাবলিক স্কুলের কর্তৃত্ব হারাচ্ছেন নিউইয়র্ক সিটি মেয়র

পাবলিক স্কুলের কর্তৃত্ব হারাচ্ছেন নিউইয়র্ক সিটি মেয়র
ছবি- জাগরণ

নিউইয়র্ক সিটি মেয়র কি পাবলিক স্কুলের কর্তৃত্ব হারাচ্ছেন? এর উত্তর জানা যাবে ভার্চুয়াল হেয়ারিং অনুষ্ঠিত হতে যাওয়া আগামী ৪ মার্চ ২০২২ তারিখে।

এ হেয়ারিং এর আয়োজক হচ্ছেন শিক্ষা বিষয়ক নিউইয়র্ক ষ্টেট সিনেট কমিটি ও নিউইয়র্ক সিটি শিক্ষা বিভাগ। এর সাথে শিক্ষা সংক্রান্ত স্টেট অ্যাসেম্বলি কমিটিও যুক্ত থাকবেন। নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলের ওপর থেকে কর্তৃত্ব নিয়ে অনেক আগে থেকেই হতাশা ও ক্ষোভ রয়েছে। এতে স্টেটের অন্যান্য অংশের তুলনায় সিটির স্কুলগুলোর লেখাপড়ার মান পিছিয়ে রয়েছে এবং পরিবেশও হতাশাজনক।

ইতিমধ্যে গভর্নর ক্যাথি বাজেট বক্তৃতায় আগামী চার বছর সিটি পাবলিক স্কুলগুলোতে মেয়রের জবাবদিহিতার বিষয়টি উত্থাপন করেছেন । আগামী ৩০ জুন স্কুলগুলোর ওপর মেয়রাল একাউন্টিবিলিটি শেষ হবে। সে কারণে স্টেট সিনেট ও এসেম্বলিকে ১ এপ্রিলের আগেই ঠিক করতে হবে। 

মেয়রাল একাউন্টিবিলিটি আগামী ৪ বছরের মধ্যে রিভিউ হবে কিনা জানা যায় না। এটা রিভিউ না হলে নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলোর নিয়ন্ত্রণ চলে যাবে সরাসরি স্টেটের অধীনে।

 

এসকেএইচ//