• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২০, ২০২২, ০৭:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২০, ২০২২, ০৭:৩৩ পিএম

রুশ হামলায় ‘ধ্বংস’ ইউরোপের বৃহত্তম স্টিল প্ল্যান্ট (ভিডিও)

রুশ হামলায় ‘ধ্বংস’  ইউরোপের বৃহত্তম স্টিল প্ল্যান্ট (ভিডিও)

রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের বন্দরনগরী মারিউপলে অবস্থিত ইউরোপের বৃহত্তম স্টিল প্ল্যান্ট আজোভস্তল ‘ধ্বংস’ হয়ে গেছে বলে সেখানকার সংশ্লিষ্ট কর্মকর্তারা রবিবার জানিয়েছেন।

ইউক্রেনের সংসদ সদস্য লেসিয়া ভ্যাসিলেঙ্কো টুইটারে লিখেছেন, #ইউরোপের সবচেয়ে বড় স্টিল প্ল্যান্ট ধ্বংস হয়ে গেছে। #ইউক্রেনের অর্থনীতির বিশাল ক্ষতি। পরিবেশ বিপর্যস্ত।

সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে বিস্ফোরণের পর প্ল্যান্টে আগুন জ্বলছে।  কালো ও ধূসর ধোঁয়ায় ছেড়ে গেছে আকাশ।

ইউক্রেনের আরেক সংসদ সদস্য সের্হি তারুতা ফেসবুকে লিখেছেন, রাশিয়ান বাহিনী ‘প্ল্যান্টটি কার্যত ধ্বংস করেছে’। 

ওই প্ল্যান্টের ডিরেক্টর জেনারেল এনভের স্কিতিশভিলি জানিয়েছেন, আমরা আবার এই শহরে ফিরব। সব কিছু নতুন করে গড়ে তুলব।

তবে প্ল্যান্টটি ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে ব্যাপারে কিছু বলেননি তিনি। 

স্টিল প্ল্যান্টের ভেতরে কোক ওভেন ব্যাটারি থাকে। তা থেকে বিপদ বাড়তে পারে এই আশঙ্কায় ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পরই ব্লাস্ট ফার্নেস বন্ধ করে দেওয়া হয় বলে এনভের স্কিতিশভিলি জানিয়েছেন।  তাই ওই প্ল্যান্ট থেকে কোনো বিপদের আশঙ্কা নেই বলে জানান তিনি।

ভিডিও

ইউএম