ভারতের পরবর্তী পররাষ্ট্রসচিব পদে নেপালে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত বিনয় মোহন কাত্রাকে নিয়োগ দেয়া হয়েছে। ভারতের বর্তমান পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা ৩০ এপ্রিল অবসরে যাওয়ার পর তিনি তাঁর স্থলাভিষিক্ত হবেন।
সোমবার ভারতের মন্ত্রিসভা ও সংস্থাপন কর্মকর্তা নিয়োগসংক্রান্ত কমিটির সচিবের দপ্তর নতুন পররাষ্ট্রসচিব নিয়োগের বিষয়ে একটি আদেশ জারি করেছে।
নেপালে যোগ দেয়ার আগে তিনি ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত ফ্রান্সে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুগ্ম সচিব হিসেবে দুই বছর কাজ করেন বিনয় মোহন কাত্রা।
বিনয় মোহন কাত্রা ১৯৮৮ সালে ভারতের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হিসেবে যোগ দেন। তিনি ওয়াশিংটন, বেইজিং, জেনেভা, প্রিটোরিয়া, তাসখন্দে ভারতের মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে পরিচালক হিসেবে কাজ করেছেন।
এসকেএইচ//