• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ১৫, ২০২২, ০৬:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৫, ২০২২, ০৬:৪৮ পিএম

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় সেনাসহ নিহত ৬

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় সেনাসহ নিহত ৬

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটালে তিন সেনাসদস্য নিহত হন। এসময় আরও তিন শিশু নিহত হয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় আত্মঘাতী বোমা হামলায় ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন জন শিশু ও তিন জন সেনাসদস্য।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাত দিয়ে ডন জানিয়েছে, উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ এলাকায় রবিবার আত্মঘাতী এ হামলা হয়েছে।

নিহত তিন সেনাসদস্য হলেন- ল্যান্স হাবিলদার জুবায়ের কাদির, সিপাহী উজাইর আসফার ও কাসিম মাকসুদ।

হামলায় নিহত তিন শিশু হলো -আনাম, আহসান ও আহমেদ হাসান। তাদের বয়স যথাক্রমে ৪, ৮ ও ১১ বছর।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটালে তিন সেনাসদস্য নিহত হন। এসময় আরও তিন শিশু নিহত হয়েছে। আত্মঘাতী হামলাকারী ও তার সহযোগীদের চিহ্নিত করতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে বলে বিবৃতি দিয়েছে আইএসপিআর

আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি শিশু হত্যাকারীদের ‘ইসলাম ও মানবতার শত্রু’ বলে অভিহিত করেছেন।