• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১২, ২০২২, ১১:১৭ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১২, ২০২২, ১১:১৭ এএম

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হতে চান বিরোধী নেতা প্রেমাদাসা

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হতে চান বিরোধী নেতা প্রেমাদাসা

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চান দেশটির প্রধান বিরোধী দলের নেতা সাজিথ প্রেমাদাসা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে তিনি এই তথ্য জানিয়েছেন। প্রেমাদাসার দল সামাজি জন বালাবেগায়ার (এসজিবি) পক্ষ থেকে মিত্রদের সমর্থন আদায় নিয়ে যখন আলোচনা চলছে, তখন তিনি এই ইচ্ছার কথা জানালেন।

ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণে দেশটির হাজারো মানুষ মার্চ মাস থেকে রাজপথে বিক্ষোভ করছেন। দেশটিতে নগদ অর্থ ফুরিয়ে গেছে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্য, জ্বালানি ও ওষুধ আমদানিতে হিমশিম খাচ্ছে সরকার।
 
প্রেসিডেন্ট রাজাপাকসে এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, তিনি আগামীকাল বুধবার পদত্যাগ করবেন এবং পার্লামেন্টের স্পিকার আইনপ্রণেতাদের বলেছেন ২০ জুলাই পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য।

বিবিসিকে প্রেমাদাসা বলেছেন, তার দল ও মিত্ররা তার ব্যাপারে একমত হয়েছে।

২০১৯ সালের নির্বাচনে প্রেমাদাসা হেরেছিলেন এবং প্রেসিডেন্ট হতে হলে তাকে ক্ষমতাসীন দলের এমপিদের সমর্থন পেতে হবে।