• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৫, ২০২২, ১২:১৪ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৫, ২০২২, ১২:১৪ পিএম

ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জোট সরকারের অংশীদার ফাইভ স্টার মুভমেন্ট আস্থা ভোটে সমর্থন প্রত্যাহারের কয়েক ঘণ্টা পরই পদত্যাগের ঘোষণা দেন মারিও দ্রাঘি।

তবে, প্রধানমন্ত্রী দ্রাঘির পদত্যাগপত্র গ্রহণ করেননি দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা। দ্রাঘির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট।

উল্লেখ্য, ২০২১ সালে ইতালির প্রধানমন্ত্রী নির্বাচিত হন মারিও দ্রাঘি। তবে সরকার গঠনে তাকে একাধিক দলের সঙ্গে জোট গঠন করতে হয়। তার জোট সঙ্গীদের মধ্যে রয়েছে ডান, বাম, মধ্যপন্থি মতাদর্শী দল ছাড়াও পপুলিস্ট ফাইভ স্টার মুভমেন্ট।

ইতালিতে মূল্যস্ফীতি মোকাবিলাসহ একাধিক ইস্যুতে জোটের সবচেয়ে বড় দল ফাইভ স্টার মুভমেন্টের প্রধান জিউসেপ কন্টে প্রধানমন্ত্রীর সমালোচনায় মুখর ছিলেন। 
সূত্র : বিবিসি