• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৩, ০১:০০ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৭, ২০২৩, ০১:০০ এএম

গাজা-ইসরাইল যুদ্ধ

মৃতের সংখ্যা ৪২০০ ছাড়াল

মৃতের সংখ্যা ৪২০০ ছাড়াল
ছবি ● সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরাইলে নজিরবিহীন হামলা চালায়। জবাবে গাজায় পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। সবশেষ পাওয়া খবরে এখনও পর্যন্ত এক হাজার ৪০০ জনের বেশি ইসরাইলি নিহতের কথা জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

অপরদিকে গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় দুই হাজার ৮০৮ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজায় বড় ধরনের স্থল অভিযান চালাচ্ছে ইসরাইল, চলছে আকাশ অভিযানও। নিহতের পাশাপাশি ইসরাইলে প্রায় ৩৫শ’ লোক আহত হয়েছেন। ফিলিস্তিনে আহতের সংখ্যা ১১ হাজার ছুঁই ছুঁই।

2023-10-15t054042z_1_lynxmpej9e024_rtroptp_4_israel-palestinians_1

হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছেন তারা এখনও জেরুজালেম এবং তেল আবিব লক্ষ্য করে রকেট ছুড়ছেন।

অপরদিকে তেল আবিব গাজায় পানি, খাবার ও জ্বালানী সরবরাহের সবগুলো রুট বন্ধ করে দেয়ায় সেখানকার মানবিক সংকট চরমে পৌঁছেছে।

হামলায় দুই পক্ষেরই হতাহতের সংখ্যা বাড়ছে সমান তালে।

gaza children

এ পরিস্থিতিতে মানবিক বিপর্যয় এড়াতে একটি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। ইসরাইলে সঙ্গে হামাসের সংঘাত নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে।

ইসরাইল-হামাসের সংঘাতে করণীয় নিয়ে ‘বিশেষ জরুরি সভা’ ডেকেছে ইসলামি সহযোগিতা সংস্থাও (ওআইসি)। ইসলামিক সামিটের বর্তমান চেয়ার সৌদি আরব ওআইসি’র সদস্যভুক্ত দেশগুলোকে বুধবার জেদ্দায় অনুষ্ঠান হতে যাওয়া ওই সভায় যোগদানের আহ্বান জানিয়েছে।

জাগরণ/আন্তর্জাতিক/ফিলিস্তিনইসরায়েলযুদ্ধ/এসএসকে