• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৪, ১২:১০ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২, ২০২৪, ১২:১০ এএম

ইরানিদের ওপর হামলার অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

ইরানিদের ওপর হামলার অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

সিরিয়া ও ইরাকে থাকা ইরানি ও তাদের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালানোর পরিকল্পনা অনুমোদন দিয়েছে আমেরিকা। 

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস দেশটির নীতিনির্ধারক পর্যায় থেকে এই অনুমোদনের তথ্য জানতে পেরেছে।

কয়েকদিন টানা হামলা হবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। তবে কোন সময় এই হামলা শুরু হবে, তা এখনো জানানো হয়নি।

এমনকি সময় ঠিক করা হয়নি বলে জানা গেছে। পরিবেশ ও পরিস্থিতি বোঝে মার্কিন বিমান হামলা হবে বলে মনে করা হচ্ছে।

জর্ডানের সিরিয়া সীমান্ত এলাকায় গত রোববার ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হন। এ ঘটনার রেষ কাটতে না কাটতেই এবার পাল্টা হামলার সিদ্ধান্ত অনুমোদন দিল মার্কিন প্রশাসন। 

রোববারের হামলার জন্য ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীতে দায়ী করেছে আমেরিকা। ইরাকের ইরান সমর্থিত গোষ্ঠী এই দায় স্বীকারও করেছে । তবে ৪১ জন আহত হওয়া এই হামলায় ইরানের কোনো ভূমিকা ছিল না বলে দাবি দেশটির। 

গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিনদের টার্গেট করে হামলা বেড়েছে। বিশেষ করে হুতি গোষ্ঠী বেশি হামলা করছে। বেশিরভাগ গোষ্ঠীই ইরান সমর্থিত। 

জাগরণ/আন্তর্জাতিক/এসএসকে