• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৪, ১০:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৭, ২০২৪, ১০:৫৩ পিএম

চুরি করতে এসে টাকা দিয়ে গেলো চোর

চুরি করতে এসে টাকা দিয়ে গেলো চোর
ছবি ● সংগৃহীত

অদ্ভুত এক ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যে। চুরি করতে এসে উল্টো টাকা দিয়ে গেলো চোর।

মহেশ্বরে শহরের ওই ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। যা এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিকযোগাযোগ মাধ্যমে।

ওই ভিডিওতে দেখা যায়, প্রথমেই ঘরের দরজা ভেঙে ঢোকে চোর। তার মুখ ছিল কাপড়ে ঢাকা, আর মাথায় ক্যাপ। ঘরে ঢুকেই তিনি প্রতিটি কোণায় কোণায় খুঁজতে শুরু করেন।

হাঁড়ি-পাতিল সরিয়ে, আলমারিসহ অন্য সব জায়গায় খুঁজতে থাকেন তিনি। এসময় কিছুই না পেয়ে হতাশ হয়ে তিনি, ঘরে থাকা সিসিটিভি ফুটেজের সামনে দাঁড়িয়ে বলেন, ‘কী- কোনো পয়সাপাতি নেই কেনো?’

এরপর ফ্রিজ খুলেও চোর দেখেন, কোনো খাবার নেই। পরে একটি পানির বোতল হাতে নিয়ে টেবিলের ওপর ২০ রুপির নোট রেখে বেরিয়ে যান তিনি।

Thief

ওই ভিডিওতে কমেন্ট করে অনেকেই প্রতিক্রিয়া দেখিয়েছেন। কেউ কেউ অবাক হয়ে বলেছেন, এ কেমন ব্যাপার! যেখানে ঘরে সিসি ক্যামেরা আছে, সেখানে একটা পয়সাও নেই কোন।

কেউ কেউ আবার বলেছেন, ‘দয়ালু চোর’।

জাগরণ/বিচিত্র/এসএসকে