মিথ্যাচার আর ছেলেভোলানো গল্পগুলো চেতনা আমার বিষিয়ে তোলে, তবুও আত্মাকে হত্যা করে মিথ্যাচারী হই তোমার প্রতি শ্রদ্ধাবোধ আর ভালোবাসা থেকে।
কিন্তু তোমার বোধগম্যতায় তা কি কখনো অনুরণন তৈরি করতে পারে?