
যদি ক্যামেরার সামনে দাঁড়ালেই ভেতরের
বিষণ্ণতার রঙটাও ধরা যেত!
যদি কতটা গভীর একেকজনের ক্ষত—
ওই রঙের ব্যাপ্তিতে বোঝা যেত!
এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম ছাড়াও যাবতীয়
সকল ছবি আর ভিডিও—
এত রঙিন কি দেখাতো তখন?
নাকি সব নীল দেখাতো?
নাকি কালো? নাকি বিষণ্ণতাকে শক্তি করে
এগিয়ে চলা কিছু মানুষের থেকে সোনালি দ্যুতি ছড়াতো?
সত্যিই যদি এমন হতো!