• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২১, ০৩:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৬, ২০২১, ০৩:৫৫ পিএম

আত্মার রং এক

আত্মার রং এক

আমাকে যে অস্ত্রেই আঘাত করা হোক না কেন
মহাভারতে কোনো লাভ নেই,
আমি মরে গেলেও আমার রক্তের রং
যেকোনো পবিত্র ধার্মিকের চেয়ে আলাদা নয়।

মরার আগে বলতে চাই, খুনোখুনি করে
বেহেস্ত যেমন জুটে না, তেমনি জুটে না স্বর্গ!
শুধু বুকের মধ্যে বাড়ে আহাজারি! লাভ কী?

আহাজারির মধ্যেও নেই কোনো তফাৎ!
এক পৃথিবীতে একদিকে যখন দিন
অন্যদিকে রাত
তারপরও স্বজন হারানো শোকের মধ্যে 
নেই কোনো তফাৎ।

বিশ্বাস আলাদা হলেও আত্মার রং এক
এক রক্তের রং!
হিন্দু, মুসলিম, শিখ, খ্রিষ্টান, ইহুদি, নাস্তিক যে-ই হও
খুনোখুনিতে কোন ঈশ্বর দিয়েছে শান্তি?
দুর্বল-সবলের যুক্তিতে হয়ত হেরে যাবো
জেনে রাখো, মৃত্যুর আগে আবারো বলে যাই
স্বজন হারানোর যন্ত্রণা অসহ্য হলে
আমি কিন্তু বেঁচে উঠবো এই অথবা অন্যরূপে 
লাথি মারতে ঘাতকের পবিত্র বুকে!