• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুন ৭, ২০২১, ০৪:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৯, ২০২১, ০৮:১৪ পিএম

এত কিছু চাইনি

এত কিছু চাইনি

অতঃপর চাইনি, চাইনি এত ফারাক—
চাইনি সময় দেয়াল হয়ে সামনে এসে দাঁড়াক।
চাইনি এত মনের অসুখ, চাইনি চোখে মুখে ছাপ—
চাইনি এত উষ্ণতা, চাইনি চোখের জলের তীব্র তাপ।

চাইনি এত খরা দুপুর, চাইনি শূন্য বিকেল বেলা—
চাইনি মাছে বদ্ধ অ্যাকুরিয়াম, চাইনি লুকোচুরি খেলা।
চাইনি এত নতুন নিয়ম, চাইনি জোরের সমঝোতা—
চাইনি এত খণ্ড সময় চাইনি অর্ধেক বলা কথা।

চাইনি এত মানিয়ে নেয়া, চাইনি আলগা অধিকার—
চাইনি এত ভীষণ দুঃখ, চাইনি বারবার।
চাইনি এত অপেক্ষা, চাইনি দীর্ঘ দিনের রেখা—
চাইনি এত দূরত্ব, চাইনি হতে একা।

অতঃপর চাইনি, চাইনি এত ফারাক,
চাইনি সময় দেয়াল হয়ে সামনে এসে দাঁড়াক।