
রাজধানীর ভাসানটেক বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শিশু দুইটি হলো- নূরে আলমের তিন মাস বয়সী শিশুকন্যা ইয়াসমিন ও চুন্নু মিয়ার আড়াই বছরের ছেলে তন্ময়।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে মরদেহ দু্ইটি উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস সদর দফতরের পরিদর্শক (ওসি, মিডিয়া) শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে কাজ করে দমকল বাহিনীর ১৮টি ইউনিট। রাত দেড়টার দিকে জাহাঙ্গীর বস্তিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। কি কারণে আগুন লেগেছে তা নিশ্চিত নয়। সিআরপি হাসপাতালের পাশের ওই বস্তিতে প্রায় এক লাখের মতো মানুষ বসবাস করে।
ভাসানটেক থানার উপ পরিদর্শক আবু জাফর তালুকদার মানিক জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশনের কর্মকর্তা কুতুব উদ্দিন জানান, রাতেই আগুন নিয়ন্ত্রণে আসলেও উদ্ধার অভিযানে দুপুরে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এইচএম/এসএমএম