
আগামী জুন মাসের মধ্যেই নবম ওয়েজ বোর্ড ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং ওয়েজ বোর্ড সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রধান ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠকের শুরুতেই একথা বলেন তিনি।
সেতু মন্ত্রী বলেন, নবম ওয়োজ বোর্ডের বিষয়কে আমরা গুরুত্ব দিচ্ছি। আশা করছি সকলের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে যতদ্রুত সম্ভব সমাধান করে সবার কাছে গ্রহণযোগ্য হয়, এমন ওয়েজ বোর্ড ঘোষণা দেয়া হবে। এছাড়াও আগামী ১২ জুন স্টেকহোল্ডারদের বৈঠকের জন্য আহ্বান করা হয়েছে।
এমএএম /টিএফ