
মুক্তিযুদ্ধকালীন দানবীর রণদা প্রসাদ সাহা ও তার ছেলেসহ ৭ জনকে হত্যার দায়ে টাঙ্গাইলের মো. মাহবুবুর রহমানের ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার।
রায় শুনে ট্রাইব্যুনাল থেকে বের হবার পর বাবা-দাদাকে হারানো রাজীব বলেন, আমাদের পরিবারের ওপর এটা একটা বোঝা হয়েছিল। আজ আমরা বিচার পেয়েছি।
রণদা প্রসাদ সাহার পুত্রবধূ বলেন, অত্যাচারের বিচার পেয়েছি। স্বাধীনতার এতো বছর পর হলেও উত্তর পেয়েছে আগামী প্রজন্ম। বাংলাদেশে এ ধরনের ঘটনা লজ্জাজনক, মর্মান্তিক। আরপি (রণদা প্রসাদ) সাহার মতো মহান একজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে। আমরা এ রায়ের প্রতি শ্রদ্ধা জানাই।
অবশ্য আসামির আইনজীবী গাজী এম এইচ তামিম বলেন, এই রায়ে আমরা সংক্ষুব্ধ, আমরা আপিল করব।
এমএ/টিএফ