
আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, ১৭৯৯ সাল থেকে ২০১৯ সালের ১০ জুন পর্যন্ত দেশে বর্তমানে ১ হাজার ১৪৮টি আইন প্রচলিত রয়েছে।
রোববার (৩০ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তরে সরকারি দলের আবুল কালাম আজাদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। এর আগে সকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। এরপর প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
জামালপুর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের বিভিন্ন আদালতে এ বছরের ৩১ মার্চ পর্যন্ত বিচারাধীন মোট মামলার সংখ্যা ৩৫ লাখ ৮২ হাজার ৩৪৭টি।
এদিন আগামী অর্থবছরের বাজেট পাসের পর সংসদের অধিবেশন ৭ জুলাই রোববার পর্যন্ত মুলতবি করা হয়। ওই দিন বিকাল ৫টায় আবার সংসদের বৈঠক বসবে।
এইচএস/একেএস