
চিকিৎসাধীন রোগীর মৃত্যুর পরও চিকিৎসা চালানোর কারণ ব্যাখ্যা করতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) এমডিকে তলব করেছে হাইকোর্ট। মঙ্গলবার (২ জুলাই) বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়।
আদেশে এমডিকে আগামী মঙ্গলবার স্বশরীরে হাইকোর্টে উপস্থিত থেকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপতালে হামলা-ভাঙচুর ও মামলার ঘটনায় রোগীর স্বজনরা আদালতে হাজির হলে হাইকোর্ট এ আদেশ দেয়।
আদালতে আজ রোগীর স্বজনদের পক্ষে আইনজীবী ছিলেন- আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।
এমএ/টিএফ