
নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বিচারিক এখতিয়ার কেন রহিত করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রোববার (০৭ জুলাই) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন।
এ সংক্রান্ত আদেশে ওই বিচারককে নড়াইল জেলার কালিয়ার এক হত্যা মামলার প্রধান আসামির নাম বাদ দিয়ে চার্জ গঠনের কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে বিচারকসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুসরাত জাহান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ। আর মামলার বাদী নাজমুল হুদার পক্ষে ছিলেন আইনজীবী আব্দুল আলীম।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি নড়াইলের কালিয়ার চন্ডিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কের ওপর এনামুল নামে এক যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনার পরদিন মল্লিক মাঝহারুল ইসলাম ওরফে মাঝাসহ ৬৮ জনের নাম উল্লেখ করে নিহতের ভাই নাজমুল হুদা কালিয়া থানায় হত্যা মামলা করেন।
ওই মামলায় গত ১০ জুন নড়াইলের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামলার প্রধান আসামির নাম বাদ দিয়ে অভিযোগ গঠন করেন। এরপর বিচারিক আদালতে ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন নিহত এনামুলের ভাই নাজমুল হুদা। যার ধারাবাহিকতায় আদালত মামলার নথি পর্যালোচনা করে আজকের আদেশে ও রুল দেন।
এমএ/বিএস