ঋণখেলাপিদের বিশেষ সুবিধা দিয়ে বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছিল হাইকোর্ট। হাইকোর্টের ওই আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আইনজীবীরা বলছেন, সর্বোচ্চ আদালতের এই আদেশের ফলে কেন্দ্রীয় ব্যাংকের জারি করা প্রজ্ঞাপন অনুসারে ঋণখেলাপিদের বিশেষ সুবিধা দিতে আইনগত কোনো বাধা থাকল না।
দুই মাসের জন্য হাইকোর্টের আদেশ স্থগিত করে এই আদেশ দিলো আপিল বিভাগ।
আজ সোমবার সকালে প্রধান বিচারপতির সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেয়।
এমএ/আরআই