• ঢাকা
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৮, ২০১৯, ০৩:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৮, ২০১৯, ০৩:৪৫ পিএম

পাঠ্যযোগ্য ময়নাতদন্ত প্রতিবেদন লিখতে হাইকোর্টের নির্দেশ

পাঠ্যযোগ্য ময়নাতদন্ত প্রতিবেদন লিখতে হাইকোর্টের নির্দেশ

বিষয়বস্তু স্পস্ট ও সহজ পাঠ্যযোগ্য ময়নাতদন্ত প্রতিবেদন লেখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে প্রতিবেদন প্রস্তুতকারী চিকিৎসকের নাম, পদবিও স্পষ্ট করে লেখার নির্দেশনা দেয়া হয়েছে। এ বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। 

সোমবার (৮ জুলাই) ২০০৩ সালে ধর্ষণের পর এক শিশু হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামির করা আপিলের রায় ঘোষণার সময় হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ পর্যবেক্ষণ দেয়।

গণমাধ্যমকে পরে সংশ্লিষ্ট বেঞ্চের রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এক শিশু হত্যার ঘটনায় রায় ঘোষণার সময় হাইকোর্ট ময়নাতদন্ত প্রতিবেদন প্রস্তুতকারী চিকিৎসকের নাম এবং প্রতিবেদনের লেখা স্পষ্ট ছিল না। আদালতের বুঝতে অসুবিধা হচ্ছিল। তাই যে সব চিকিৎসক ময়নাতদন্ত প্রতিবেদন তৈরি করবেন তাদের নাম-ঠিকানা (পোস্ট, পদবি) এবং ওই প্রতিবেদন যেন পাঠের উপযোগী হয় বলে পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট।

এমএ/এসএমএম

আরও পড়ুন