
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাময়িক বরখাস্তকৃত পরিচালক এনামুল বাছিরের পদোন্নতির জন্য মহাপরিচালক পদ খালি রাখার আদেশ প্রত্যাহার করে নিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার (১১ জুলাই) কমিশনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই নতুন আদেশ দেয় উচ্চ আদালত।
বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।
গত ২৯ জানুয়ারি এক রিট আবেদনের প্রেক্ষিতে এনামুল বাছিরের জন্য দুদকের মহাপরিচালক পদ খালি রাখার আদেশ দিয়ে রুল জারি করেছিল আদালত।
এমএ/টিএফ