• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২২, ২০১৯, ০৬:০২ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২২, ২০১৯, ০৬:০২ পিএম

প্রশ্ন হাইকোর্টের

ডেঙ্গু নিয়ন্ত্রণে দুই সিটি করপোরেশন করছেটা কী

ডেঙ্গু নিয়ন্ত্রণে দুই সিটি করপোরেশন করছেটা কী

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উপস্থাপন করা এক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বলেছে, ঢাকার দুই সিটি করপোরেশন কী কাজ করে? আগে সিটি করপোরেশনকে সচেতন হতে হবে। তারপর তারা মানুষকে সচেতন করবে।

সোমবার (২২ জুলাই) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ  কথা বলেন।

হাইকোর্ট বলেছেন, মানুষ জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে যাচ্ছে আর আপনারা বলছেন সচেতনতা (অ্যাওয়ারনেস)।

এ সময় হাইকোর্ট আরও বলেছেন, সাংবাদিকরা তো আর শখ করে লেখেন না ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মানুষ মারা গেছে। ডেঙ্গুতে মারা যাওয়ার খবর আজও পত্রিকায় এসেছে।

এর আগে ডেঙ্গু নিয়ন্ত্রণে ২৪ ঘণ্টার মধ্যে কার্যকর পদক্ষেপ নিতে ঢাকার দুই সিটি করপোরেশনকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সে আদেশের প্রসঙ্গ টেনে আদালত বলেন, আমরা ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ জানতে চাইলাম। অথচ তার কোনও অগ্রগতি নেই।

মশা নিয়ন্ত্রণে আদালত বলেন, ডেঙ্গুরোধে সচেতনতা সৃষ্টি কোনও কাজে আসে না।

এমএ/এসএসএম

আরও পড়ুন