
পদ্মা সেতু যারা চায় না, তারাই সারাদেশে এই গুজব ছড়ানোর হোতা বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, গুজব ছড়িয়ে যে নৃশংসতা করা হয়েছে, সেগুলো সব হত্যার অপরাধ। মামলাও হয়েছে হত্যার। আর যারা এর সঙ্গে জড়িত তারা সবাই হত্যা মামলার আসামি।
বুধবার (২৪ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, গত বেশ কিছুদিন ধরে গুজব ছড়িয়ে মানুষ হত্যা করা হয়েছে। পদ্মা সেতুতে শিশু বলি দিতে হবে বলে প্রচারণা চালানো হয়। এসব গুজবে জড়িত ৪৪ জনকে আটক করা হয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় পাওয়া গেছে। তবে তিনি তদন্তের স্বার্থে এদের রাজনৈতিক পরিচয় প্রকাশ করেননি।
ছেলে ধরা সন্দেহে যেসব নৃশংসতা হয়েছে, তার একটি ঘটনায়ও ছেলে ধরার প্রমাণ মেলেনি বলে জানান ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ইতিমধ্যেই সারাদেশে জনসচেতনতা সৃষ্টি করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে থানা ও ওয়ার্ড পর্যায়ে সভা-সমাবেশ এবং গুজবের বিরুদ্ধে প্রচারণা চালাতে নির্দেশনা দেয়া হয়েছে।
এমএএম/টিএফ