
ধর্মীয় অনুভূতিতে আঘাত ও জাতিগত বিভেদ সৃষ্টির অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা বিচারের জন্য প্রস্তুত হয়েছে। তারই প্রেক্ষিতে মামলাটি বদলির আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৯ জুলাই) ঢাকার মহানগর হাকিম জিয়াউর রহমান মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় বদলির আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের পেশকার রাকিব চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পেশকার জানান, এ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেয় আদালত। পরে উচ্চ আদালত থেকে খালেদা জিয়া জামিন নেন। সেই জামিনের আদেশ আমাদের আদালতে এসেছে। মামলাটি এখন বিচারের জন্য প্রস্তুত হওয়ায় বদলির আদেশ দিয়েছে আদালত।
গত ২০ জানুয়ারি একই আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেয়।পরে উচ্চ আদালত থেকে জামিন নেন খালেদা জিয়া।
২০১৪ সালের ২১ অক্টোবর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী এ মামলাটি দায়ের করেন।
২০১৪ সালের ১৪ অক্টোবর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে (আইইবি) শুভ বিজয়া অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বিতর্কিত মন্তব্য করেন খালেদা জিয়া।
এমএ/এসএমএম