
এডিশ মশা নির্মূলে নতুন ওষুধ আনার বিষয়ে কার্যকর সিদ্ধান্ত না নেয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদকে তলব করেছে হাইকোর্ট।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ২টায় তাকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেয়।
আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সায়রা ফাইরোজ।
রাজধানী ঢাকায় ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ার পর গণমাধ্যমে আসা প্রতিবেদন বিবেচনায় নিয়ে গত ১৪ জুলাই হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে রুলসহ অন্তর্বর্তী আদেশ দেয়।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তাকেও তলব করা হয়েছিল।
এইচএস/এমএ/টিএফ