ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা শুধু ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিচ্ছি না। ডেঙ্গুর উৎপত্তিস্থল ধ্বংস করার কাজ করছি।
এ পর্যন্ত ১২ হাজার ২৬৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন বলেও জানান তিনি।
আজ বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডেঙ্গু রোগের বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে সকালে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে এক সেমিনারে বক্তৃতাকালে স্বাস্থ্যমন্ত্রী আজ রাতের মধ্যেই এক লাখ ডেঙ্গু পরীক্ষার কিটস দেশে আসার কথা জানিয়েছিলেন। শুক্রবারের মধ্যে আসবে বাকিগুলোও।
ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা উদ্যোগের কথা বলতে গিয়ে এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা আমাদের মন্ত্রণালয়ের সবার ঈদের ছুটি বাতিল করেছি। ডেঙ্গু টেস্টিংয়ে কয়েক লাখ কিটস আনার ব্যবস্থা করেছি। আজ রাতের মধ্যে ১ লাখ কিটস আসবে। বাকিগুলো আগামীকালের মধ্যে চলে আসবে।
তিনি বলেন,ঈদের সময় ডেঙ্গু রোগীরা বাড়িতে যাবে। ফলে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।
মন্ত্রী দাবি করেন, এখন পর্যন্ত কোনো সরকারি হাসপাতালে গিয়ে কোনো রোগী ডেঙ্গুর চিকিৎসা পায়নি- এমনটা হয়নি। কিন্তু ডাইজেস্টিভ ইনস্টিটিটিউট, বার্ন ইনস্টিটিউটের মতো কিন্তু কিছু কিছু হাসপাতাল আছে, যেগুলো উদ্বোধন করা হলেও চিকিৎসাসেবা এখনও শুরু হয়নি। দেশে যদি ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বাড়ে এবং সরকারি হাসপাতালে যদি রোগী না ধরে, তাহলে আমরা এসব হাসপাতালে রোগী রাখার ব্যবস্থা করব। কেননা এসব হাসপাতালে শয্যার ব্যবস্থা রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণের সিটি কর্পোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সব সরকারি সংস্থাগুলো কাজ করছে। আশা করছি, খুব অল্প দিনের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারব।
এমএএম/আরআই