• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১, ২০১৯, ০৭:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১, ২০১৯, ০৭:৪৬ পিএম

ডেঙ্গু : অস্বচ্ছলদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ

ডেঙ্গু : অস্বচ্ছলদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ

ডেঙ্গু জ্বরাক্রান্ত অস্বচ্ছলদের বিনামূল্যে চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

অস্বচ্ছল ও পথশিশুদের চিকিৎসায় সব সরকারি হাসপাতাল এবং সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোকে এ নির্দেশ দেয়া হয়েছে। 

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে আগামী ২০ আগস্ট মঙ্গলবারের মধ্যে এ আদেশ বাস্তবায়নে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা প্রতিবেদন আকারে জানাতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কাজী জাহিদ ইকবাল। তার সঙ্গে ছিলেন আইনজীবী লুৎফর রহমান (রাসেল) ও অনিক আর হক।

আদালত বলে, আগামীতে কোনও সুবিধাবঞ্চিত পথশিশু ও অসহায় ব্যক্তি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে আর্থিক অনটনের কারণে যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হন। 

গত ৩১ জুলাই ‘ডেঙ্গু আক্রান্ত পথশিশুটিকে ভর্তি নেয়নি সোহরাওয়ার্দী হাসপাতাল’ শিরোনামে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, গত ৩১ জুলাই সাত বছরের এক পথশিশু ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে যায়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করে। পরবর্তীতে শিশুটি হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকে। পরে ওই ঘটনাটি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর প্রকাশিত এসব প্রতিবেদন সংযোজন করে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।

এমএ/এসএমএম

আরও পড়ুন