
সাবেক মন্ত্রী নাজমুল হুদার করা মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৩ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ধার্য করেন।
আজ প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন প্রতিবেদন দাখিল না করার প্রেক্ষিতে নতুন এই দিন ধার্য করা হয়।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর ঘুষ চাওয়ার অভিযোগ এনে সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি করেন আইনজীবী নাজমুল হুদা। মামলার এজাহারে তিনি এসকে সিনহার বিরুদ্ধে ৩ কোটি ২৫ লাখ টাকা উৎকোচ দাবি করার অভিযোগ করেন।
এমএ/একেএস