
রাজধানীর বাংলামটর এলাকায় বাস চাপায় পা হারানো কৃষ্ণা রানীর ঘটনায় ঘাতক বাসের চালক মোরশেদকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে রাজধানীর মিরপুরের কাজীপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
সোমবার ( ২ সেপ্টেম্বর) পিবিআই কর্মকর্তা বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মিরপুরের কাজিপাড়া থেকে বাসচালক মোরশেদকে আটক করা হয়েছে।
গত ২৭ আগস্ট (মঙ্গলবার) বাংলামটর এলাকায় ট্রাস্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় পা হারান কৃষ্ণা রায় চৌধুরী। তিনি এখন রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন আছেন।
এইচএম/এসএমএম