
সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননসহ পাঁচজনকে সাম্প্রতিক ক্যাসিনো ইস্যুতে একটি আইনি (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) ওই পাঁচজনকে এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
ওই আইনজীবী জানান, ইয়ংমেন্স ক্লাবের চেয়ারম্যান রাশেদ খান মেনন। সম্প্রতি ক্যাসিনো ইস্যুতে অভিযান চালিয়ে ক্লাবের কয়েকজনকে আটক করা হয়েছে। অথচ চেয়ারম্যোনের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়া হয় নি। নোটিশে জানতে চেয়েছি, ক্যাসিনোর সঙ্গে রাশেদ খান মেনন জড়িত আছেন কিনা।
ওই আইনজীবী জানান, হুইপ শামসুল হক চৌধুরী, পর্যটন সচিব মহিবুল হক, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদেরও একই ধরনের আইনি নোটিশ পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব না পেলে হাইকোর্টে রিট করা হবে।
এমএ/এসএমএম